আজ কুষ্টিয়া ১৮ নং ওয়ার্ডের মজমপুরে বাদ আছর ১২০ জন গরীব-দুস্থ্যদের মাঝে খাদ্রসামগ্রী বিতরন করা হয়। দেশে করোনা ভাইরাসের কারণে সারাদেশ লকডাউন হওয়ার কারণে খেটে খাওয়া মানুষের চলা মুশকিল হয়ে গেছে। তাদেরই সহায়তা করা জন্য মরহুম ফাতেমা ট্রাষ্টের পক্ষ থেকে গরীব-দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করে । এ সময় উপস্থিত ছিলেন হাজী রবিউল আউয়াল, আতাউর রহমান মিঠু, রেজাউল করিম, রাশেদুল হাসান স্বপন, জহুরুল ইসলাম জিন্না, সাইদুল ইসলাম টিপু, মিথুন আমীন, জহির উদ্দিন বাবু, সোহেল, মিজানুর, জুয়েল, মমিন, নয়ন, মহব্বত, ফয়সাল আহমেদ এনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খাদ্র সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল আটা আলু সাবান। খাদ্র সামগ্রী বিতরণের পূর্বে মরহুম ফাতেমার আত্মার মাগফিরাত কামনা ও পৃথিবীর বিশেষ করে বাংলাদশের করোনা ভাইরাস থেকে সকলকে যেন মহান আল্লাহ তালা হেফাজত করে এই আশা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।