ফরিদপুরের ভাঙ্গায় মাস্ক তৈরি করে এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছেন মা ও মেয়ে।নিজেদের ঝুঁকি রয়েছে জানা সত্ত্বেও মা-মেয়ে এলাকাবাসীর করোনাভাইরাস সম্পর্কে সচেতন করছেন। পাশাপাশি নিজেরাই সুতি কাপড় কিনে মাস্ক তৈরি করে অসহায় পরিবারগুলোর মাঝে তা বণ্টন করে চলেছেন।
এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তারা দুজনেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক।মা জেসমিন আক্তার তুলন পূর্ব সদরদী এবং মেয়ে শারমীন রহমান সুইটি ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী মা ও মেয়ের বাড়িতে গিয়ে দেখা যায়, তারা মাস্ক তৈরি করছেন।
নিজের ৪ সন্তানকে মানুষের পাশে দাঁড়াবার চেতনাসহ সুশিক্ষিত করে তুলেছেন মা জেসমিন আক্তার তুলন। তাদের এ কাজে খুশি এলাকাবাসী।জেসমিন আক্তার তুলন একজন বীর মুক্তিযোদ্ধার মেয়ে এবং তার স্বামী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত নেতা।