করোনাভাইরাস পরিস্থিতিতে কুষ্টিয়ায় কর্মহীণ হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদের (৮নং) সদস্য শরিফুল ইসলাম। গত ২৯শে মার্চ থেকে তিনি বিভিন্ন এলাকায় গিয়ে গণসচেতনতা সৃষ্টি এবং চাউল ও মাস্ক বিতরণ করছেন।
গত ২৯শে মার্চ বটতৈল ভাদালিয়াপাড়া ও বড়িয়া এলাকায় জালাল মেম্বারের সহযোগীতায় এই কার্যক্রম শুরু করেন। ৩০ শে মার্চ টাকিমারা ও বটতৈল এলাকার অসহায় ও দুস্থ দের মাঝে চাউল ও মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন মেম্বার ও জালাল মেম্বার। ৩১ শে মার্চ কবরবারিয়া ও বারুইপাড়া এলাকায় হুমায়ুন মেম্বার ও রহমত মেম্বার কে সাথে নিয়ে চাউল ও মাস্ক বিতরণ করেন। ১ এপ্রিল গোবিন্দপুর ও তালাবাড়িয়া এলাকায় মিশু মেম্বার এবং মোতালেব মেম্বারের সহযোগীতায় চাউল ও মাস্ক বিতরণ করেন। এছাড়াও আজ (বৃহস্পতিবার) বিকেলে কবুরহাট দোস্তপাড়া ঈদগাহ মাঠে চাউল, মাস্ক ও গণসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করেন। এসময় সহযোগিতা করেন আতিয়ার মেম্বার।
এসময় কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য শরিফুল ইসলাম বলেন, আমি মোট ৮শ পরিবারকে ৫ কেজি করে চাল ও মাস্ক বিতরণ করবো। এসময় তিনি বলেন জাতির এই দুঃসময়ে বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
তিনি আরো বলেন, পুরো দেশ আজ করোনাভাইরাস বা Covid-19 এ স্তব্ধ হয়ে গেছে। গত কয়েক যুগে প্রিয় মাতৃভূমির এমন পরিস্থিতি আর কেউ কখনো দেখেনি। ১৬ কোটি মানুষের এই দেশে প্রায় ৬ কোটির মত মানুষ রয়েছে যারা অসহায়, গরীব দুঃস্থ। দিনে ১ বেলা খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়। দেশের এই ক্রান্তিলগ্নে তাঁরাই আজ সব চাইতে বেশি বিপদে। নেই কোনো আয়, রোজগার, তাই পেটেও নেই খাবার। এই মূহুর্তে তাঁদের পাশে দাড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব।
তার ই অংশ হিসেবে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় দুঃস্থ ও গরীব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যমান মনে হচ্ছে। আসুন আমরা সবাই মিলে দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে দাড়াই।