কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দুখিপুর গ্রামের আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবারের পাশে সহযোগিতায় এগিয়ে আসলেন উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার শারমিন আক্তার ও দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান মহিউল ইসলাম মহি। এলাকাবাসী জানান, বুধবার দিনগত রাত অনুমানিক ১ টার সময়, দুখিপুর গ্রামের মৃত মহির উদ্দিন মালিথার ছেলে মোকাম মালিথার বাড়ি আগুন লাগে। কিছু বুঝে উঠার আগে তাদের বসত বাড়ীর সকল আসবাবপত্র সহ গবাদি পশু গরু, ছাগল পুড়ে ছাই হয়ে যায়।
এই বিষয়ে মোকাম মালিথার স্ত্রী রাহেলা জানান, কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে বসত ঘর সহ মুহূর্তে সারা বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে আমার স্বামী এবং আমি দুই জন বৃদ্ধ,আমাদের বয়স ৭০ বছর অধিক। আমরা অসহায় আমাদের শেষ সম্বল গবাদি পোশু সহ ঘর বাড়ি পুড়ে ছাই হয়েগেছে আমরা সরকারের নিকট সাহায্য আবেদন করছি । এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান মহিউল ইসলাম মহি বৃহস্পতিবার সকালে পোড়া বাড়ি পরিদর্শন করেন এবং শারমিন আক্তার অসহায় পরিবারের হাতে তুলে দেন খাদ্যদ্রব্য সামগ্রী এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।