Sunday , January 26 2025
You are here: Home / জাতীয় / প্রত্যেক উপজেলা থেকে নমুনা সংগ্রহের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রত্যেক উপজেলা থেকে নমুনা সংগ্রহের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রত্যেক উপজেলা থেকে নমুনা সংগ্রহের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক- 

আগামি ২৪ ঘন্টার মধ্যে প্রত্যেক উপজেলা থেকে অন্তত ২ জনের করোনা উপসর্গ আছে এমন
ব্যক্তির নমুনা সংগ্রহ করে নিকটস্থ পরীক্ষা কেন্দ্রে পাঠানোর জন্য কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ( ২ এপ্রিল) দুপুরে আইইডিসিআরের নিয়মিত প্রেস ব্রিফিং এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসের পরিচালক ডা. মোঃ হাবিবুর রহমান। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরে প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা এসেছে। তাতে বলা হয়েছে আগামিকালের মধ্যে প্রত্যেক উপজেলা থেকে অন্তত ২ জন সহ অন্তত এক হাজার জনের নমুনা সংগ্রহ করে নিকটস্থ পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

এ সময় দেশের করোনা পরিস্থিতির বিবরণ দিতে গিয়ে ডা. হাবিবুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ১৪১ টি নমুনা পরীক্ষা করে নতুন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছেন আরও ২ জন। ফলে এ পর্যন্ত ১৯০০ জনের নমুনা পরীক্ষা করে মোট কভিড-১৯ আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে ৫৬ জন।
২৪ ঘন্টায় নতুন কোনো রোগীর মৃত্যু না ঘটায় মোট মৃতের সংখ্যা আগের দিনের মতো ৬ জনই রয়েছে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!