ব্রাহ্মণপাড়ায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া এবং দিন এনে দিন খাওয়া মানুষের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের করোনা কন্ট্রোল সেলের সঙ্গে সমন্বয় সাধন পূর্বক মানবিক সহায়তা প্রদানের আহবান জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা অফিসিয়াল ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার ( ২ এপ্রিল) এক পোস্টের মাধ্যমে এ আহবান জানান। তিনি বলেন, “যে সকল ব্যক্তি/প্রতিষ্ঠান/সংস্থা/সংগঠন ব্রাহ্মণ পাড়া উপজেলার হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা দিচ্ছেন বা দিবেন, তারা উপজেলা প্রশাসন কে অবগত করে এবং সাহায্য প্রাপ্তদের তালিকা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দিয়ে ত্রাণ বিতরণ করার জন্য অনুরোধ করা হল।
এতে একই ব্যক্তি বা পরিবার একাধিক স্থান হতে মানবিক সহায়তা নিতে পারবে না। ফলে, সমাজের প্রত্যেক অসহায়,খেটে খাওয়া মানুষের সুষ্ঠু ভাবে মানবিক সহায়তা পাওয়া সহজতর হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
উপজেলা করোনা কন্ট্রোল সেল এর নম্বর-
মোবাইল-০১৭৩৩৩৫৪৯৪৫
ইমেইল-unobrahmanpara@gmail.com
বিষয়টি গুরুত্বপূর্ণ। “