খাগড়াছড়ির আলুটিলায় ডিউটি শেষে জেলা শহরে ফেরার পথে পুলিশের পিকআপ উল্টে ১৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সদস্যদের বহনকারী সাজেক পরিবহনের একটি গাড়ি উল্টে গেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরতর অবস্থায় চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন, কবীর হোসেন, সাইফুল ইসলাম, কনস্টেবল সিদ্দিকুর রহমান ও সাইফুল ইসলাম।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পূর্ণ জীবর চাকমা জানান, গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের দুই জন মাথায় আঘাত প্রাপ্ত ও অপর দুই জনের পা ভেঙে গেছে।
খবর পেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা ও খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজ খাগড়াছড়ি সদর হাসপাতালে আহতদের দেখতে যান।