করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীণ হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন ইবি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ। অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স শনিবার সকাল ১১ টা থেকে শুরু করে দিনভর আব্দালপুর ইউনিয়ন, ঝাউদিয়া ইউনিয়ন ও পাটিকাবাড়ি ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জাহাঙ্গীর আরিফ জানান, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত স্যারের নির্দেশক্রমে, আমি ও আমার অফিসার ফোর্স অসহায় মানুষের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছিএবং করোনা ভাইরাস মোকাবেলা করতে প্রতিটা মানুষকে সচেতন করছি। যাদের হাতে খাদ্য দ্রব্য সামগ্রী তুলে দিচ্ছি তাদেরকে আরো অধিক সচেতন করছি কারণ তারা অসহায় এবং দরিদ্র। বাংলাদেশ পুলিশ বাংলাদেশের সকল দুর্যোগময় মুহূর্তে মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে সকল সময় মানুষের পাশে বাংলাদেশ পুলিশ থাকবে। বর্তমান সময়ে যে বৈশ্বিক মহামারী রূপ ধারণ করেছে করোনাভাইরাস। সে ভাইরাস বাংলাদেশ আক্রমণ করেছে, তাই এই সময় আমাদের সকলকে সচেতন থাকতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই ভাইরাস প্রতিরোধ করতে হলে একমাত্র আমাদের উপায় সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করা। তাই সকলকে অনুরোধ করব আপনারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। তিনি আরো জানান, আসুন আমরা সকলে করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসি মানুষকে বাঁচিয়ে দেশকে বাঁচিয়ে রাখি। বেলা তিনটার পর ফার্মেসী ছাড়া সকল দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রতিটি ক্যাম্প ইনচার্জের তথ্য অনুযায়ী এলাকায় যারা অসচ্ছল, কাজ বন্ধ হওয়ায় খাবার কিনতে পারছে না তাদের বাড়িতে আমাদের সামর্থ অনুযায়ী খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার চেষ্টা করছি ।