কুষ্টিয়া প্রতিনিধি-
কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। বাংলাদেশে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার সাথে সাথেই জনগণকে সচেতন করতে প্রথম থেকেই লিফলেট বিতরণ, মাস্ক বিতরণস, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জীবাণুনাশক কীটনাশক স্প্রে করা সহ দিনরাত বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে।
এ ছাড়া সরকারি বিভিন্ন অনুদান সুষ্ঠুভাবে বণ্টনের জন্য সরকার এবং উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। এই কার্যক্রম পরিচালনার জন্য সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে স্বেচ্ছাসেবী কমিটি গঠন করে তারা এসব কার্যক্রম পরিচালিত করছে।
এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আনিসুর রহমান আনিস এবং যুগ্ম আহ্বায়কদ্বয়ের বিভিন্ন এলাকা ভাগ করে দিয়ে শহর থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
এ প্রসঙ্গে সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আনিসুর রহমান আনিস বলেন, জননেতা জনাব মাহবুব উল আলম হানিফ এম পি মহোদয়ের নির্দেশনায় এবং কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আতাউর রহমান আতা ভাইয়ের তত্ত্বাবধানে এবং সহযোগিতায় আনরা এই কার্যক্রম পরিচালনা করছি। এছাড়া জেলা ছাত্রলীগও সদর উপজেলা ছাত্রলীগকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করছে।