Thursday , January 16 2025
You are here: Home / রাজশাহী ও রংপুর / বগুড়ায় প্রতিপক্ষের হামলায় মালয়েশিয়াফেরত যুবক নিহত
বগুড়ায় প্রতিপক্ষের হামলায় মালয়েশিয়াফেরত যুবক নিহত

বগুড়ায় প্রতিপক্ষের হামলায় মালয়েশিয়াফেরত যুবক নিহত

বগুড়ার শাজাহানপুরের একটি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন আবু বক্কর সিদ্দিক (৩০) নামের এক প্রবাসী। আশঙ্কাজনক অবস্থায় মনিরুজ্জামান (৩৫) ও বাদল (৩২) নামের আহত আরও দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বেলা একটার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক মাথাইলচাপড় পূর্বপাড়ার বাসিন্দা। তিনি মাসখানেক আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।

প্রত্যক্ষদর্শী গ্রামের তিন ব্যক্তির সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা গেছে, মাথাইলচাপড় গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগের এক নেতার নেতৃত্বে গ্রামের আরও কয়েকজন যুবক এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করে আসছিলেন। এসবের প্রতিবাদ করায় গ্রামের পূর্বপাড়ার লোকজনের সঙ্গে তাঁদের বিরোধ বাঁধে। এর জেরে পূর্বপাড়ার লোকজনকে প্রায় মারধর করতেন স্বেচ্ছাসেবক লীগের ওই নেতার সমর্থকেরা।

পূর্বপাড়ার লোকজনের সঙ্গে মেলামেশা করায় আজ বেলা ১১টার দিকে স্বেচ্ছাসেবক লীগের ওই নেতা এবং তাঁর সমর্থকেরা পশ্চিমপাড়ার যুবক বাদলকে মারধর করেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পূর্বপাড়া থেকে আবু বক্কর সিদ্দিক, মনিরুজ্জামানসহ কয়েকজন ঘটনাস্থলে যান। তাঁরা বাদলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং তাঁর সহযোগীরা রামদা, ছুরি, বল্লম বা সুরকিসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করেন।

রামদার কোপ ও ছুরির আঘাতে গুরুতর আহত হন আবু বক্কর সিদ্দিক। বল্লম বা সুরকির আঘাতে আহত হন মনিরুজ্জামান। স্থানীয় লোকজন সিদ্দিক, মনিরুজ্জামান এবং বাদলকে উদ্ধার করেন। তাঁদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা বেলা একটার দিকে সিদ্দিককে মৃত ঘোষণা করেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, এখন পর্যন্ত এই খুনের কারণ জানা যায়নি। হামলাকারীদের পরিচয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!