লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ৬ জেলের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন ইউছুফ, জাহাঙ্গীর, রুবেল, মোক্তার, জাকের হোসেন ও আনোয়ার হোসেন। তারা উপজেলার ফলকন, কালকিনি ও চর মার্টিন ইউনিয়নের বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় অভিযান চালিয়ে শনিবার বিকেলে মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, আটক জেলেদের প্রত্যেকের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভবিষ্যতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে না যাওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।