Thursday , January 16 2025
You are here: Home / খুলনা ও বরিশাল / কুষ্টিয়া জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কুষ্টিয়া জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কুষ্টিয়া জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণে গোটা বিশ্বের মানুষ নাকাল। বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে ২০ দিনের সাধারণ ছুটি। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুররা। খুবই কষ্টে দিনাতিপাত করা সদর উপজেলা ও পৌর এলাকার খেটে খাওয়া শ্রমজীবী, কর্মহীন দিনমজুর ও অসহায় মানুষ দের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখা।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ সংগঠনের উদ্যোগে গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং পাড়া-মহল্লায় জীবানু নাশক ঔষধ স্প্রে করা হয়েছে। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, পেঁয়াজ, আলু ও ছোলা। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি মাহফুজুর রহমান মিথুন, পরিশ্রমী সাধারণ সম্পাদক এস আর শিপন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রশান্ত, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, শহর ছাত্রদলের প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাগীর কোরাইশী, কুষ্টিয়া জেলা আইনজীবি ছাত্র পরিষদের সাধারন সম্পাদক-মনিরুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম, ছাত্রনেতা ইসমাইল হোসেন কনক, নাঈমুর রহমান নাঈম, আশিকুর রহমান আশিক প্রমুখ।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!