কুড়িগ্রামের চিলমারী উপজেলার জুম্মাপাড়া এলাকায় নলকূপের গোড়ায় জমে থাকা পানিতে পরে গিয়ে আলিফ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৫এপ্রিল) সকালে খেলতে গিয়ে সবার অজান্তে গর্তে পরে শিশুটির মর্মান্তিক মৃত্যু ঘটে।
শিশুটি উপজেলা শহরের জুম্মাপাড়া এলাকার দিনমজুর সফিকুল ইসলাম ও সহিদা বেগমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, কালে খেলতে গিয়ে সবার অজান্তে গর্তে পরে শিশুটি। এরপর পরিবারের লোকজন তাকে চিলমারী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিলমারী হাসপাতালের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।