মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের বানিয়াপুকুর গ্রামের মন্ডলপাড়ায় ৭ বছরের এক কন্যা শিশুকে যৌন নির্যাতন করেছে তার চাচাতো ভাই ইয়াস উদ্দীন (৩৫)।সে একই গ্রামের নবীছুদ্দিনের ছেলে।এ ঘটনায় যৌন নির্যাতনকারী ইয়াস উদ্দীনকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
স্থানীয়রা জানান রোববার সকাল সাড়ে ১১ টার দিকে চাচাতো ভাই ইয়াস উদ্দীন শিশুটিকে পাশের দোকান থেকে একটি সিগারেট এনে দিতে বলে। শিশুটি সিগারেট নিয়ে ঘরে দিতে গেলে, ইয়াস উদ্দীন তার যৌন নির্যাতন করে। শিশুটি বাড়ি ফিরে তার মাকে জানায়।
এদিকে খবর শুনে আজ রোববার দুপুরে যৌন নির্যাতনকারী ইয়াস উদ্দীনকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান শিশুটি ও তার মায়ের অভিযোগ যৌন নির্যাতনকারী ইয়াস উদ্দীনকে আটক করা হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।