Sunday , January 26 2025
You are here: Home / খুলনা ও বরিশাল / দৌলতপুর হাসপাতালে পিপিই দিলেন এমপি সরওয়ার জাহান
দৌলতপুর হাসপাতালে পিপিই দিলেন এমপি সরওয়ার জাহান

দৌলতপুর হাসপাতালে পিপিই দিলেন এমপি সরওয়ার জাহান

খোকন, দৌলতপুর প্রতিনিধি :
কুষ্টিয়া দৌলতপুর উপজেলা সদরে  অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট একটি উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স। ইতিমধ্যেই করোনা ভাইরাস সন্দেহভাজন আক্রান্ত  রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। এ মত সময়ে কুষ্টিয়া -১ দৌলতপুর আসনের এমপি আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্ ডাক্তারদের সিকিউরিটির জন্য ৫০ পিস পিপি ই প্রদান করলেন, সেইসাথে হ্যান্ড গ্লাভস মাক্স সহ দিলেন ডাক্তারদের । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার  শারমিন আক্তার, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ এস এম আর আরিফুর রহমান,আওয়ামীলীগ নেতা টিপু নেওয়াজ।  এসময় এমপি জানান,আমি নির্বাচিত হওয়ার পর দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্বের সময়ের চেয়ে বর্তমানে মেডিকেল অফিসারের সংখ্যা বেশি। বর্তমানের ১৬ জন মেডিকেল অফিসার নিয়ে চলছে এই হাসপাতাল। তাই দৌলতপুর উপজেলার মানুষ চিকিৎসাসেবা পাবে না এমনটি নয়। এদিকে দৌলতপুর হাসপাতালে দায়িত্বরত টি এইচ ও, অরবিন্দ পাল জানান, দৌলতপুর হাসপাতালে পি পি ই থেকে শুরু করে কোন ধরনের চিকিৎসা  সরঞ্জাম শট নাই। তাই আমাদের চিকিৎসা সেবা প্রদান করতে কোন সমস্যা নাই, এবং আমরা সরকারের নির্দেশনা মতে সন্দেহভাজন দুইজন ব্যক্তির  আলামত সংগ্রহ করেছি। আলামত পরীক্ষার জন্য আমরা বিভাগীয় শহরে পাঠিয়েছি। এ সময় হাসপাতালে  কর্তব্যরত সকল মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!