নওগাঁয় সুমাইয়া আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সুমাইয়া সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের আদমদূর্গাপুর গ্রামের সোলাইমান আলীর মেয়ে এবং আদমদূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
রবিবার (০৫ এপ্রিল) দুপুরে তার শয়নকক্ষ থেকে গলায় রশি দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নওগাঁ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. ফয়সাল আহমেদ বলেন, পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে সুমাইয়া আক্তার গতরাতে তার শয়নকক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
তিনি বলেন, এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য লাশের ময়না তদন্ত করা হবে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।