করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বন্ধের সময়সীমা ৭ দিন বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীবাহী ফ্লাইট চলাচল। যাত্রীরা তাদের টিকিটের টাকা ফেরত পাবেন বলে জানিয়েছে বিমান।
রোববার এই তথ্য জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোকাব্বির হোসেন।
সিইও মোকাব্বির হোসেন বলেন, কেউ যদি এই সময়ের মধ্যে টিকিটের টাকা ফেরত নিতে চান তাহলে যোগাযোগ করে নিতে পারবেন। ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও বিশেষ ফ্লাইট ও নিয়মিত কার্গো ফ্লাইট যথারীতি চলবে।