অবশেষে তৈরি পোশাক কারখানা বন্ধের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কারখানাগুলো বন্ধ রাখতে মালিকদের চিঠি দিয়েছে তৈরি পোশাক প্রস্তুকারকের সংগঠন (বিজিএমএইএ)।
সোমবার (৬ এপ্রিল) সব কারখানার মালিকদের কাছে এ ব্যাপারে একটি চিঠি পাঠানো হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গার্মেন্টস কারখানা বন্ধ রাখতে বিজিএমইএর অনুরোধ অব্যাহত রয়েছে। একইসঙ্গে বিজিএমই-এর সব সদস্য প্রতিষ্ঠানকে যত দ্রুত সম্ভব শ্রমিকদের মার্চের মজুরিও দেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে বিজিএমইএর সদস্যদেরকে সহায়তার জন্য সংগঠনটির দফতরে একটি সেল খোলা হয়েছে।
এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি দফায় দফায় বাড়ানো হচ্ছে। ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানোর পর তা আরও ৩ দিন বৃদ্ধি করে ১৪ এপ্রিল ঘোষণা করেছে সরকার। তবে সরকারের আগের ঘোষণার সঙ্গে দেশের পোশাক কারখানাগুলো ছুটি দেওয়া হলেও ৪ এপ্রিলের পর ছুটি বাড়ানোর কোনো ঘোষণা দেয়নি কারখানাগুলো। এতে রাজধানীতে ফিরতে থাকে শ্রমিকরা। পরিস্থিতি ভয়াবহের আশঙ্কায় নানা চাপের মুখে এবার বাড়ানো হয়েছে কারখানা বন্ধের সময়।