ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া সত্তর বছরের এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত ওই বৃদ্ধের নাম আবু শেখ। তার বাড়ি মধুখালী উপজেলার চর মুরাদিয়া গ্রামে। চারদিন আগে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ভর্তি করা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত চারদিন আগে আবু শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো।
তাকে শ্বাসকষ্টজনিত সমস্যার চিকিৎসা দেয়া হচ্ছিলো জানিয়ে সাইফুর রহমান বলেন, সোমবার সকাল ৯টার দিকে তিনি আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি জানান, গতকাল রবিবার আবু শেখের করোনা পরীক্ষার জন্য শরীরের বিভিন্ন নমুনা সংগ্রহ করে ঢাকার আইসিডিআর এ পাঠানো হয়। এখনো আমরা নিশ্চিত নই তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।