মেহেরপুরের গাংনীতে ট্রাক বোঝাই মাদকসহ ৩জনকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃতরা হলেন জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বুড়িপোতা পাড়ার মিয়াজান আলী ওরফে মিয়াজির ছেলে দুখু মিয়া (২০),ছাতিয়ান গ্রামের হামিদুল ইসলামের ছেলে রানা ইসলাম (২০) ও একই গ্রামের সাহেদ আলীর ছেলে সাব্বির হোসেন (১৯)।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের সেন্টারপাড়া বাজার এলাকায় গাংনী থানা পুলিশের একটিদল অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে আটক করে।
মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নির্দেশে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমানের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়। এসময় ৬শ’৩৯ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক বহনকারী ১টি মিনি ট্রাক (পিকআপ) জব্দ করা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান,কাজীপুর থেকে মিনি ট্রাক যোগে মাদকের একটি বড় চালান কুষ্টিয়ার দিকে পাঁচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাড়াভাঙ্গা সেন্টার বাজার এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহভাজন ভাবে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে ট্রাকের মধ্যে থেকে ৬শ’৩৯ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ দুখু মিয়া,রানা ইসলাম ও সাব্বির হোসেনকে আটক করা হয়। এসময় মাদক বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়। আটক ৩জনই বড় মাপের মাদক ব্যবসায়ী।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।
