নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার কুমারখলীতে মোবাইল ফোনে কল করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। বাড়ির দরজায় কাফনের কাপড় পাঠিয়ে রাশিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে তার বাড়ির দরজায় কাফনের কাপড় পাঠিয়ে ফোনে এ হুমকি প্রদান করা হয় বলে দাবি করেন রাশিদুল ইসলাম। এবিষয়ে গত ১ অক্টোবর কুমারখালী থানায় একটি জিডি করা হয়েছে।
হুমকির শিকার রাশিদুল ইসলাম কুমারখালী উপজেলার বড়ইচারা গ্রামের মৃত খসরুল ইসলামের ছেলে।
রাশিদুল ইসলাম বলেন, ০১৭৪৭৯৫৮১৯৪ নম্বর থেকে কল করে মোবাইলে হত্যার হুমকি ও চাঁদার দাবি করা হয়। এবং সব সময় কাফনের কাপড় সাথে রাখার কথা বলা হয়। যে কোনও সময় তাকে লাশ হতে হবে এবং তার লাশ কেউ খুঁজে পাবে না বলে হুমকি দেওয়া হয়েছে। তারা পরিচয় না দিলেও কাফনের কাপড় পাঠিয়ে চাঁদা দাবী ও হত্যার হুমকীদাতা একই এলাকার ব্যক্তি। তারা হলেন— জহির কাজীর ছেলে মুক্তার কাজী এবং মুক্তার কাজীর ছেলে মোমিন কাজী। তারা দুইজন বাবা ও ছেলে।
।
জানা গেছে, এ ঘটনায় গত ১ অক্টোবর রাশিদুল ইসলাম নিজেই কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, রাশিদুল ইসলাম নামের একজন থানায় সাধারণ ডায়েরি করেছেন। তদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন।