Saturday , April 20 2024
You are here: Home / Uncategorized / আঞ্চলিক খবর / বিট পুলিশিং কার্যক্রম শুরু
বিট পুলিশিং কার্যক্রম শুরু

বিট পুলিশিং কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক:
পুলিশি সেবা জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে, এলাকার আইন—শৃঙ্খলা, মাদক, জঙ্গি সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) এর নির্দেশে খোকসা উপজেলার ১নং খোকসা ইউনিয়ন এ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রবিবার সকালে উপজেলার ১নং খোকসা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম। অনুষ্ঠানে ১ নং খোকসা ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় ব্যক্তি এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফার সভাপতিত্বে উক্ত বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিস আলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাস প্রমূখ।

পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, জনগণের জানমাল রক্ষায়, মাদক নিমূর্ল, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূলে পুলিশী সেবা সর্বোচ্চ পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং সর্বাত্বক কার্যক্রম পরিচালনা করবে। এজন্য ১ নং ইউনিয়ন পরিষদের নির্ধারিত অফিসার হিসাবে আরিফুল ইসলামকে নির্ধারণ করা হয়েছে। ১ নং খোকসা ইউনিয়ন পরিষদের জনগণকে বিট পুলিশিং সুবিধা পেতে ০১৩২০—১৪৭২১৮ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!