Thursday , April 18 2024
You are here: Home / খেলাধুলা / স্থগিত হলো অনুর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প
স্থগিত হলো অনুর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প

স্থগিত হলো অনুর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প

স্পোর্টস করেসপন্ডেন্ট :
বিকেএসপিতে শুরু হওয়া নবগঠিত অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্পটি স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  ক্যাম্প চলার সময় দু’জন ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফের মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে দু’দিনের জন্য অনুশীলনে ছুটি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ক্যাম্প স্থগিত করা হলো ক্যাম্পটি।

সোমবার (১৯ অক্টোবর) গণমাধ্যমকে একথা জানিয়েছেন বিসিবি’র ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার। এশিয়া কাপ পিছিয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে আর ক্যাম্প না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে করোনা পরিস্থিতি আর অবনতি না হলে আবার নভেম্বরেই স্থগিত হওয়া ক্যাম্প শুরু হবে।

তিনি বলেন, ‘এশিয়া কাপ হলে হয়তো আমরা ক্যালকুলেটিভ রিস্ক নিতাম। যেহেতু সেটা এ বছর হচ্ছে না সেহেতু আর ঝুঁকি নিচ্ছি না। আপনারা জানেন আমাদের দু’জন ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফের করোনা উপসর্গ আছে। ‘

গত ০১ অক্টোবর থেকে বিকেএসপিতে চার সপ্তাহের জন্য ক্যাম্পটি শুরু হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় যুবা দলের এশিয়া কাপকে সামনে রেখেই এই ক্যাম্প শুরু হয়।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!