আব্দুল মাজেদ (শফিক) ,লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রি ওবায়দুল কাদের বলেন বিদ্রোহীদেরকে কোন নির্বাচনে আ.লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে না। সে বিগত দিনে বিদ্রোহী থেকে নির্বাচি হয়েছে বা পরাজিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরো বলেন, দিনের ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ পদবী কাউকে ইজারা দেওয়া হয়নি। দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। উন্নয়ন-অর্জনে কোনও লাভ হবে না, যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে।এবং বঙ্গবন্ধুর ভার্স্কয বিরোধীরা মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তি। তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে বঙ্গবন্ধুর ভার্স্কযের বিরোধীতা করছে।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাবেক মন্ত্রী শাহাজান কামাল, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, সভা সঞ্চালনা করেন, জেলা সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন।জেলার বিভিন ইউনিটের নেতারা উক্ত বর্ধিত সবায় উপস্থিত ছিলেন।
