রাজবাড়ী অফিস: রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা ডিবি’র অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন বাংলাদেশ হাট নামক এলাকা থেকে মাদক জাতীয় দ্রব্য ১ শ পিস ইয়াবা সহ মিন্টু বিশ্বাস (২২)কে গ্রেফতার করা হয়েছে।
রাজবাড়ী ডিবি’র এস আই মোহাম্মদ মোজাম্মেল হক জানান, সঙ্গীয় সদস্য সহ গোপন সংবাদের ভিত্তিতে ১ শ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে । ১১ জানুয়ারি আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত মিন্টু বিশ্বাস কালুখালি থানার কালিনগড় গ্রামের আজগর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ডিবি’র এস আই মোহাম্মদ মোজাম্মেল হক বাদী হয়ে কালুখালি থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।