কামরুজ্জামান,বালিয়াকান্দি : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২০-২১ এর আওতায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বালিয়াকান্দি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্যাডমিন্টন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হয়।
বালিয়াকান্দি উপজেলার ৮টি স্কুল এর মধ্য ছেলেদের ৭টি ও মেয়েদের ৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী ১২ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এজাজ কায়সার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌস আক্তার বন্যা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন,একাডেমিক সুপার মেয়াদ হোসেন প্রমুখ।