রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাশবুর গ্রামের চরপারা এলাকায় পদ্মা নদী তীরবর্তী কৃষি জমিতে অবৈধভাবে প্রায় দেড় মাস যাবত চলে আসছিলো মাটি বিক্রির মহা উতস্যব । কৃষি জমির উপরের পলেস্তার কেটে ১৫ ফিট গভীর গর্ত করে চলে আসছিলো এ মাটি কাটার উতস্যব। এতে নদীর পাশের বেড়িবাঁধ হুমকির মুখে পরার অতিক্রম।
জানাগেছে, স্থানীয় কৃষকদের কাছে নামে মাত্র কিছু টাকা দিয়ে ইট ভাটার মালিক সহ অন্যান্যরা বেড়িবাঁধের ও কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রি করে আসছিলো । এ বিষয়ে কৃষকদের সাথে কথা বলতে চাইলে প্রভাবশালীদের ভয়ে কেউ কোন কথা বলতে রাজি হয়নি । এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিকদের উপর আক্রমন চালানোর চেষ্ঠা করছিলো প্রভাবশালীরা।
এ বিষয়ে খবর পেয়ে পাংশা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুজহাত তাসনীম আওন শুক্রবার সকালে পাংশা উপজেলার হাবাশবুর গ্রামের চরপারা এলাকায় পদ্মা নদী তীরবর্তী এলাকায় অভিযান পরিচালনা করেন। সময়ের কাগজকে তিনি জানান, নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে মাটিকাটার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়। এ সময় আমরা মাটি কাটার ৪-৫ টি ভেকু দেখতে পাই এবং ভেকুর ব্যাটারি সহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করি।