রাজবাড়ী অফিস : চতুর্থ ধাপে ১৪ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য রাজবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আলমগীর শেখ তিতু বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন।
রাজবাড়ী পৌরসভায় এবারই প্রথম ইভিএম -এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইভিএমে নির্বাচন সম্পন্ন করায় ভোটারগণ ও বিজয়ীরা নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, রিটার্নিং অফিসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোঃ আলমগীর শেখ তিতু ১৫ হাজার ৯০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী ৭হাজার ৩৪৮ ভোট পেয়েছেন। উভয়ের মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান ৮হাজার ৫৫৪টি।
একই পদে প্রাপ্ত ফলাফলে তৃতীয় অবস্থানে থাকা বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া ধানের শীষ প্রতীকে ২ হাজার ৬৮৩ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী কে.এ রাজ্জাক মেরীন ৯৫৯ ভোট পেয়েছেন।
মোট ফলাফল বিশ্লেষনে দেখা যায, পরাজিত ৩জন মেয়র প্রার্থীর প্রাপ্ত সম্মিলিত ভোটের পরিমাণ ১০ হাজার ৯৯০টি। তারা ৩জনে মিলেও আলমগীর শেখ তিতু’র চেয়ে ৪হাজার ৯১৫ ভোট কম পেয়েছেন।
নির্বাচনে রাজবাড়ী পৌরসভার ৪৫ হাজার ২০ জন ভোটারের মধ্যে ২৬ হাজার ৮৯২ জন ভোট দেন (৫৯.৭৩ শতাংশ)। এর মধ্যে ৮১টি ভোট ত্রুটির কারণে বাতিল হয়।
১৪ই ফেব্রুয়ারী নির্বাচন চলাকালে জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ভোট কেন্দ্রগুলো পরিদর্শনকালে সন্তোষ প্রকাশ করেছেন।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন রাজবাড়ী পৌরসভার সাধারণ নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা । ভোট গ্রহন শেষে রোববার রাত সাড়ে ৮ টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার ।
ফলাফল ঘোষনার পর কথা হলে পৌরবাসীর অনেকেই জানিয়েছেন , মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ এই নির্বাচনের ফলাফল। দেশে করোনা মহামারিতে রাজবাড়ী পৌরবাসীর দুঃসময়ে মেয়র পদে বিজয়ী মোঃ আলমগীর হোসেন তিতু মানুষের বাড়ীতে বাড়ী