কুষ্টিয়া অফিস : শিল্পকারখানা খোলা থাকবে অথচ দোকানপাট বন্ধ থাকবে, এমন বৈষম্যমূলক লকডাউন বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে১১টার দিকে শহরের থানা ট্রাফিক মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এসময় ব্যবসায়ীরা বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হলে তাদের এবং এর সঙ্গে জড়িতদের চরম দুর্ভোগে পড়তে হবে। তাই ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা।২ঘন্টাব্যাপী ব্যবসায়ীরা এই বিক্ষোভ শুরু করে শহরের বঙ্গবন্ধুর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন ব্যবসায়ীরা। সমাবেশে তাদের দাবি মানা না হলে আরও কঠোর হুঁশিয়ারি দেন তারা।এদিকে সতর্ক মাইকিং আর পুলিশের বাধা সাধারণ মানুষ মানছে না লকডাউন। ফলে অন্যদিনের মতো হুড়মুড় করে শহরে প্রবেশ করছে নানা বয়সী মানুষ। তাদের সঙ্গে যোগ দিয়েছে ছোটোখাটো যানবাহন। সোমবার লকডাউনের প্রথম দিন এমন চিত্রই দেখা গেছে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকা।
