রাজবাড়ী অফিসঃ মুজিব বর্ষ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম জেলার দরিদ্র ও দুস্থদের মাঝে রিক্সা, ভ্যান এবং সেলাই মেশিন বিতরণ করেন। ২৯ মে শনিবার সকাল ১১টায় রাজবাড়ী অফিসারস ক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে দরিদ্রদের মাঝে এগুলো বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার। যারা সহায়তা পেয়েছেন, তারা এর সদ্ব্যবহারের মাধ্যমে পরিবারের দারিদ্র্য দূর করতে সমর্থ হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাহাবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আঃজব্বার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন করেন এবং জেলাপ্রশাসকের এ উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে মোট এগারোটি ভ্যান, দশটি সেলাই মেশিন ও চারটি রিক্সা প্রদান করা হয়। রিক্সাগুলোকে ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের তত্ত্বাবধানে কার্যকারিতা তদারকি করা হচ্ছে।