রাজবাড়ী অফিসঃ রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করনের লক্ষে বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় বানীবহ হোটেল,বানীবহ দধি ভান্ডার, মিষ্টান্ন ভান্ডার, ফুলবন বেকারি, ও হুগলী অভিযান পরিচালনা করা হয়। ১২ই জুন দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনে সহকারি কমিশনার হাবিবুল্লাহ অভিযান পরিচালনা করেন। অভিযানে হুগলী বেকারীর আরমান খানকে (২৯)কে ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২হাজার টাকা জড়িমানা আদায় করা হয়, ও ৪ পাত্র মেয়েদ উত্তীর্ণ রঙ জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানে অন্যান্য খাদ্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। অভিযানে রাজবাড়ী জেলা স্যানিটারি অফিসার সূর্য্য কুমার প্রামানিক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
