চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ মোঃ জহুরুল ইসলাম (২৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। ১৬ আগষ্ট সকালে আফ্রাতপাডা বাসস্ট্যান্ড (গোলচত্বর মোড) এলাকা হতে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ জহুরুল ইসলাম রাজশাহী বাঘা উপজেলার আলাইপুর এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পৌরসদরের আফ্রাতপাডা বাসস্ট্যান্ড (গোলচত্বর মোড) এলাকা হতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।এ ঘটনায় আটক জহুরুল ইসলামের বিরুদ্ধে চাটমোহর থানায মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।