Tuesday , December 7 2021
You are here: Home / খুলনা ও বরিশাল / কুষ্টিয়ায় করোনায় ৪ জনের মৃতু্যু, শনাক্ত ৮৩
কুষ্টিয়ায় করোনায় ৪ জনের মৃতু্যু, শনাক্ত ৮৩

কুষ্টিয়ায় করোনায় ৪ জনের মৃতু্যু, শনাক্ত ৮৩

নিজস্ব প্রতিনিধি :
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ১৮৭ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৪০ জন এবং ৪৭ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে নতুন ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৫ জনে। নতুন ৮৩ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৯২২ জন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৮ দশমিক ১৬ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৮৩ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ২৪ জন, দৌলতপুরের ১৬ জন, কুমারখালীর ১৫ জন, ভেড়ামারার দুজন, মিরপুরের ১৬ জন এবং খোকসার ১০ জন রয়েছেন।।

এখন পর্যন্ত জেলায় ৯৫ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৯ হাজার ৪৭৭ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৪১০ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯২ জন ও হোম আইসোলেশনে আছেন ২ হাজার ২১৮ জন।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!