Thursday , April 25 2024
You are here: Home / ঢাকা ও ময়মনসিংহ / রাজবাড়ীতে মরহুম কাজী হেদায়েত হোসেনের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন
রাজবাড়ীতে মরহুম কাজী হেদায়েত হোসেনের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন

রাজবাড়ীতে মরহুম কাজী হেদায়েত হোসেনের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন

সজিবুর রহমান,রাজবাড়ীঃ সাবেক গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , সাবেক গণপরিষদ সদস্য,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও  স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী কাজী হেদায়েত হোসেনের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে কবর জিয়ারত,আলোচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্ব্যেগে  রাজবাড়ী জেলা  আওয়ামী লীগ কার্যালয়ে ১৮ ই আগষ্ট (বুধবার) বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর এ্যাডঃ গনেশ নারায়ন চৌধুরীর সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সফিকুল ইসলাম সফি’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুমের ছেলে  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আদ্বুর জব্বার,  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফি প্রমুখ।

এ সময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম,শফিকুল আজম মামুন,পৌর  আওয়ামী লীগের  সভাপতি এড, উজির আলী, থানা আওয়ামী লীগ এর সভাপতি রমজান আলী খান , জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠানের পর দোয়া মহফিল শেষে কাজী হেদায়েত হোসেনের আত্নার মাগফেরাত কামনা করে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা কামনা করা হয়।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!