Tuesday , April 16 2024
You are here: Home / খুলনা ও বরিশাল / কুষ্টিয়ায় করোনায় আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০২
কুষ্টিয়ায় করোনায় আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০২

কুষ্টিয়ায় করোনায় আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০২

নিজস্ব প্রতিনিধি :
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
সোমবার (২৩ আগস্ট) সকাল ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সোমবার সকাল ৯টা পর্যন্ত ১৩৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনায় ১০১ জন ও উপসর্গে ভর্তি রয়েছেন ৩২ জন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৯৯টি নমুনা পরীক্ষায় ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৫৬ শতাংশ।

নতুন শনাক্তের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৪০ জন, কুমারখালীর আটজন, দৌলতপুরের ১৩ জন, ভেড়ামারার ১৩ জন, মিরপুরের ২৬ জন এবং খোকসার দুজন রয়েছেন।
জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৭ হাজার ৩০৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৫৯ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ৭০০ জন।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!