Thursday , April 18 2024
You are here: Home / খুলনা ও বরিশাল / কুষ্টিয়ায় করোনায় একজনের মৃত্যু
কুষ্টিয়ায় করোনায় একজনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনায় একজনের মৃত্যু

কুষ্টিয়া অফিস ॥

কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মারা যাওয়া হাসেম মালিথা (৭০) কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ইউনিয়নের জুগিয়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা ইউনিটে সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাতজন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এদিকে নতুন ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৭ জনে। নতুন ২৬ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৮৩ জন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ১৯ জন, দৌলতপুরের দুইজন, ভেড়ামারার চারজন এবং মিরপুর উপজেলার একজন রয়েছেন।

এখন পর্যন্ত জেলায় ১ লাখ ২৩ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ১ লাখ ১৭ হাজার ৯৩৫ জনের। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০৯ জন। তাদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭ জন ও হোম আইসোলেশনে আছেন ১০০ জন।

About দৈনিক সময়ের কাগজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top
error: Content is protected !!