ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত চাল মজুদ ও দাম বেশি নেয়াসহ বিভিন্ন অভিযোগে চালের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১লা জুন) দুপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনার সময় জেলা শহরের সবচেয়ে বড় চালের বাজার কালিবাড়িতে কয়েকটি দোকানে অতিরিক্ত মজুদ করার দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সেই সাথে নির্ধারিত দামে চাল বিক্রিসহ মুল্য তালিকা এবং চাল ক্রয়কৃত রশিদ সংরক্ষনের নির্দেশনা দেন কর্মকর্তাগন। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদী, জেলা খাদ্য পরিদর্শক বিশ্বজিৎ সাহাসহ কর্মকর্তাগণ জেলার আরো বেশ কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করেন।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদী জানান, চালের বাজার নিয়ন্ত্রনে অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি বন্ধে এ অভিযান চলমান থাকবে। নিময় না মানলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে তাদের বিরুদ্ধে।