মো. ফরহাদ, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে অবৈধ কারেন্ট জালসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১ জুন) রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকায় ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনায় করে দোচালা টিনের কারখানা ঘরের মধ্যে ৮টি প্লাস্টিকের বস্তায় অবৈধ আয়রন বিহীন কারেন্ট জাল উদ্ধারসহ দুই জনকে আটক করে। আটককৃত হলেন,বাদশা মিয়া (৪৬), সুমন মিয়া (৩৩) উভয় পিতা- তারা মিয়া। উদ্ধারকৃত কারেন্ট জালের পরিমাণ ১৬০ পাউন্ড। যার বাজার মূল্য ৪৮ হাজার টাকা।
মুন্সীগঞ্জ ডিবি পুলিশ আবুল কালাম আজাদ (পিপিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় মালিরপাথর এলাকায়। অভিযান করে অবৈধ কারেন্ট জালসহ দুই জনকে আটক করতে সক্ষম হয়। আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পূর্বে দু’জনের বিরুদ্ধে ৫টি করে মামলা রয়েছে।