এমদাদুল হক, বগুড়া:
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ উত্তরাঞ্চলের পথিকৃৎ সাংবাদিক সমুদ্র হক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন উপলক্ষে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচছা জানিয়েছে বগুড়া লেখক ঘর।
গতকাল শুক্রবার( ৩ জুন) বিকেলে বগুড়া পৌরপার্কের আনন্দ পায়রা চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান লেখক ঘরের সভাপতি বাবু বসুধার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন লেখক ঘরের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব লতিফুল করিম।
আরো উপস্থিত ছিলেনসংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক মহসিন রাজু, টিএমএসএসের মিডিয়া বিভাগের রানা হোসেন, সাংবাদিক লিপি, বুলবুল হোসেন, বাবলু, সাংবাদিক নাজমুল হাসান আনান সহ প্রমূখ।