শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের নির্জন রাস্তার পাশে গলা কাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। গেলো রোববার (৫ জুন) রাত এগারোটার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম হাবিবুর রহমান (১৫)। সে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার গাছগরা গ্রামের মোহাম্মদ জাবেদ মিয়ার ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িত ১০ ঘন্টার মধ্যে দুই আসামীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নগর হাওলা গ্রামের আ. অহিদ মিয়ার ছেলে মৃদুল (২১) এবং ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বোররচড় গ্রামের আ. খালেকের ছেলে আমীরুল (২৫)। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা শিকার করেছে। গ্রেফতারকৃত মৃদুল পেশায় অটোচালক। মাঝে মধ্যে রাজমিস্ত্রির কাজ করতো। আমিরুল ভাঙ্গারি ব্যবসায়ী। তারা দু’জনে পূর্ব পরিচিত। আমীরুল মৃদুলকে প্রলুব্ধ করে অটোরিকশা চুরি করে এনে দিতে পারলে প্রতি রিকশার জন্য তাকে ৫০ হাজার টাকা দিবে।
টাকার লোভে মৃদুল রাজি হয়। আমীরুল মৃদুলকে চুরির কৌশল শিখিয়ে দেয়। তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিবার সন্ধ্যায় আমীরুল মৃদুলকে একটি ছুরি দেয় এবং বলে দেয় ভাড়া করে অটো নিয়ে নির্জন স্থানে গিয়ে কৌশলে অটোচালককে নামিয়ে হঠাৎ করেই গলায় ছুরি চালাতে হবে। পরে দ্রুত অটো নিয়ে পালিয়ে যেতে হবে। রবিরার রাতে মৃদুল নগর হাওলা গ্রামের ডাচ-বাংলা কারখানার মোড় থেকে পার্শ্ববর্তী ধনুয়া গ্রামে যাবার কথা বলে দুখুর অটোরিকশায় উঠে। চলার পথে মৃদুল মোবাইল ফোনে আমীরুলের সাথে যোগাযোগ রক্ষা করে। এক পর্যায়ে ওই স্থানে গিয়ে মৃদুল কৌশলে দুখুকে অটো থেকে নামায়। এ সময় দুখু নামতেই মৃদুল কোমর থেকে ছুরি বের করে দুখুর গলায় আঘাত করে। এতে দুখু মাটিতে লুটিয়ে পরলে সে অটো নিয়ে ময়মনসিংহ জেলার ভালুকায় চলে যায়।