শুরু থেকেই বলা হচ্ছিলো এই সিনেমায় অভিনয় করবেন হলিউডের কয়েকজন অভিনয়শিল্পী। অবশেষে যুক্ত হলেন ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’র অভিনেতা ফ্র্যাঙ্ক গ্রিলো। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিনোদন সংবাদমাধ্যম ডেডলাইনও এই তথ্য নিশ্চিত করেছে।
থ্রিলার অ্যাকশন ঘরানার ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে হলিউড থেকে অ্যাভেইল এন্টারটেইনমেন্ট ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ‘এম আর নাইন’ ছবির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক।
বাংলাদেশ থেকে এই ছবিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সানজু জন, সাজ্জাদ, জেসিয়া, আলিসা এবং হলিউড থেকে মাইকেল জে হোয়াইট, লুইস ট্যান্ট প্রমুখ। এর পরিচালক আসিফ আকবর।