মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ গেলো। সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর। এই সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের দলে ডাক পেয়েছেন সাইফুদ্দিন। সীমিত ওভারের দল যেহেতু আরও পরে যাবে, তাদের সঙ্গে মিরপুরেই অনুশীলন করছিলেন সাইফউদ্দিনরা।
ইনজুরির কারণে সাইফউদ্দিনের প্রস্তুতির ধরনটা আলাদা। এ কারণে তার কাছে জানতে চাওয়া হয় এখন কী করছেন? জবাবে তিনি বলেন, ‘প্র্যাকটিস, রিহ্যাব, জিম সব কিছুই করছি। একই প্রক্রিয়া অনুসরণ করছি। হয়ত স্কিল ট্রেনিং এখনও সেভাবে শুরু করিনি, ১৫ তারিখের পর শুরু করব। আপাতত ফিটনেস, রিহ্যাব, জিম চালিয়ে যাচ্ছি।’
ক্যারিয়ারে যে বারবার ব্রেক পড়ছে, এ নিয়ে আক্ষেপ আছে কি না কিংবা এ নিয়ে তার বক্তব্য কী? জানতে চাইলে সাইফউদ্দিন বলেন, ‘প্রতিটা মানুষের জীবনেই বিরতি থাকে। ঢাকাতে যদি গাড়ি চালান, একই গতিতে গাড়ি চালাতে পারবেন না। ব্রেক দিতেই হবে। যারা অনেক ভাগ্যবান, তারা ইনজুরি ছাড়া অনেক দিন খেলে যেতে পারে। বেশিরভাগ পেস বোলারেরই এমন থাকে। জানি না, আবার কয়দিন খেলতে পারব। পারফরম্যান্স ও ইনজুরির ব্যাপার আছে। চেষ্টা করছি, কী হবে তা কারও হাতে নেই।’
ইনজুরির কারণে একের পর এক ব্রেক, তাতে কী বেশি কষ্ট হচ্ছে? জানতে চাইলে সাইফউদ্দিন বলেন, ‘কিছুটা দুর্ভাগা তো বটেই। হয়তো আর পাঁচজন পেস বোলারের চেয়ে আমি কিছুটা আনলাকি; কিন্তু এটা জীবনেরই অংশ। এটা মেনে নিয়েই চলতে হবে।’