এবার নতুন লুকে তাক লাগিয়েছেন নেট দুনিয়ায়। আসছে ‘শমসেরা’। তার পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতেই ভাইরাল।
সিনেমার গল্পটিতে একটি ডাকাত উপজাতির বর্ণনা রয়েছে যারা ব্রিটিশদের কাছ থেকে নিজেদের অধিকার এবং স্বাধীনতার জন্য লড়াই করেছিল।
করণ মালহোত্রা পরিচালিত এবং ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ‘শমসেরা’ মুক্তি পাবে ২২ জুলাই।