বলিউডে তাদের প্রেম এখন ওপেনে সিক্রেট। জানেন সবাই, দেখেনও সবাই। শুধু দুজনের দিক থেকে নেই কোনো ঘোষণা। তারা হলেন হিন্দি সিনেমার গ্রিক গড’খ্যাত হৃতিক রোশন ও নতুন প্রজন্মের গায়িকা সাবা আজাদ।
বলিপাড়ায় তাদের প্রেমের গুঞ্জন অনেক দিন থেকেই। একে অপরের প্রেমে মশগুল দু’জনে। কখনও হাতে হাত, কখনও পরিবারের সঙ্গে আড্ডাতেও কাছাকাছি। হৃতিক রোশন আর সাবা আজাদ বিভোর হয়ে আছেন নিজেদের নিয়েই! সম্পর্ক নিয়ে মুখে কিছু না বললেও লুকোছাপাও নেই তেমন। তার প্রমাণ ফের দিলেন বলিউডের ‘গ্রিক দেবতা’।
ইতিমধ্যে রোশন পরিবারের সঙ্গে সাবার সম্পর্ক দিনে দিনে আরও মজবুত হয়েছে। হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গেও তার বেশ বন্ধুত্ব। তবে কি খুব শিগগিরি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সাবা-হৃত্বিক?
সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতেই হচ্ছে।