কুষ্টিয়া অফিস।।
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আরিফুল ইসলাম আরিফ ফারাজীর বিরুদ্ধে হাটশ হরিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এফ এম আজিম কবিরের উপর হামলার অভিযোগ উঠেছে। ২০ জুলাই রাত ১০ টার সময় শেখ রাসেল সেতু সংলগ্ন হাজী আরিফুল ইসলাম আরিফ ফারাজীর হরিপুর অফিসে এই হামলার ঘটনা ঘটে।
সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে হাজী আরিফ তার নিজ অফিসে আজিম কবিরকে ডেকে আনেন। এরপর তাদের মাঝে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে আজিম কবির বের হয়ে আসতে গেলে আজিমকে মারধর ও কুপিয়ে জখম করেন আরিফ হাজী, সরফ মেম্বার, হেলাল মেম্বার ও তার অনুসারীরা।
গুরুতর আহত হরিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এফ এম আজিম কবির বলেন, আগে একটা ঝামেলা হয়ছিল তাই হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আরিফুল ইসলাম আরিফ ফারাজী আমাকে তার অফিসে ডাকলে আমি অফিসে যায়। তারপর আমার সাথে কথা কাটাকাটি হয়। আমি অফিস থেকে চলে আসতে গেলে আমাকে হেলাল মেম্বার, সরফ মেম্বার, শান্ত সহ আরো ১০/১৫ জন আমাকে মারধর করে। আমার মাথায় একটা কোপ দিয়েছে, ৬ টা সেলাই লেগেছে। তাছাড়া তারা আমাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছে।
আজিম কবিরের ভাই বলেন, আমার ভাইয়ের কোন দোষ নাই। হেলাল মেম্বার, সরফ মেম্বার, শান্ত, আরিফ হাজী সহ ১০/১৫ জন মিলে আমার ভাইকে মারধর করেছে। আমি এর সঠিক বিচার চাই।
এদিকে এই বিষয়ে হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আরিফুল ইসলাম আরিফের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আজিম গত কয়েকদিন আগে মার্কেটের এক নাইট গার্ডকে মেরে আহত করে। বিষয়টি জানতে তাকে ডাকলে- সে, তার বাবা, ভাই ও সহযোগীদের নিয়ে এসে উল্টো আমাদের উপর চড়াও হয়। সে সময় স্থানীয় ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাকে পিটিয়েছে। আহত আজিম, তার ভাই ও বাবা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় এলাকাবাসীরা তাদের উপর আগে থেকেই ক্ষীপ্ত বলেও জানান তিনি।