কুষ্টিয়া অফিস।।
২০ জুলাই বুধবার সকালে নকল সিগারেট ফ্যাক্টরির সন্ধান রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, কুষ্টিয়া এর একটি পরিদর্শন দল কুষ্টিয়ার মিরপুর থানাধীন আমলা সদরপুর ইউনিয়নে পরিদর্শনে যান।
পরবর্তীতে, পরিদর্শন দল গোপন সংবাদ মোতাবেক দুপুরে সদরপুর এলাকায় সাগরখালী এগ্রো ইন্ডাস্ট্রিজে অভিযান পরিচালনা করেন। সে সময় কারখানায় স্থাপিত সিগারেট তৈরির মেশিন, ডারবি, বেনসন সিগারেটের বিপুল সংখ্যক মোড়ক, তিন বস্তা তৈরিকৃত সিগারেট শলাকা ও সিগারেট তৈরির সংশ্লিষ্ট নমুনার আলামত পায়। তাছাড়া সেসময় ঐ কারখানা থেকে বিদেশী মদ ও ফেনসিডিল উদ্ধার করে আভিযানিক দলটি।
এরপর, প্রাপ্ত আলামত (মেশিনারিজের একাংশ, সিগারেটের শলাকা ও সিগারেটের সংশ্লিষ্ট নমুনা) জব্দ করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ, কুষ্টিয়ার পরিদর্শন দল নিয়ে আসে। এছাড়া কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানের সময় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
নকল সিগারেট তৈরির কারখানাটির বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য ফৌজদারি মামলার কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য যে, নকল সিগারেট তৈরির কারখানাটির মালিক সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম।