ইবি প্রতিনিধি ।।
প্রতি বছরের ন্যায় কুষ্টিয়া জেলা শিল্পকলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা। সেই যাত্রা উৎসবে অংশ নিতে পূর্বের মতোই এবারো প্রস্তুতি নিচ্ছে ইবি থানা শিল্প উন্নয়ন পরিষদ।
বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়ার ইবি থানাধীন মধুপুর ইবি থানা যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের অফিসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ফিরে চল মাটির টানে’ স্লোগানকে সামনে রেখে এবার কুষ্টিয়ায় ডিসেম্বরে ১৪ দিন ব্যাপী যাত্রা উৎসব শুরু হতে যাচ্ছে।
কুষ্টিয়া জেলা যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক এম এ ওহাব এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ আইয়ুব হোসেন। এ সময় তিনি বলেন, ‘গ্রাম বাংলার মানুষের বিনোদনের মূলেই ছিল যাত্রাপালা। কোন গ্রামে যদি যাত্রা পালা অনুষ্ঠিত হতো আমরা দলে দলে সেখানে যেতাম আর আনন্দের সাথে উপভোগ করতাম। গ্রাম বাংলার বাস্তব চিত্র নিয়ে যাত্রাপালা অনুষ্ঠিত হতো। বর্তমানে আর সেই যাত্রাপালা নেই।’
তিনি আরও বলেন, ‘যাত্রা হচ্ছে আমাদের লোক সংস্কৃতির সবচেয়ে ঐতিহ্যবাহী শিল্পমাধ্যম এবং এটা লোক শিক্ষারও বাহন। জেলা শিল্পকলা যে উদ্যোগ নিয়েছে তাতে ঐতিহ্যবাহী এই শিল্পধারাটি বাঁচবে, অশ্লীলতার হাত থেকে আমাদের সংস্কৃতি রক্ষা পাবে।’
কুষ্টিয়া জেলা যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক এমএ ওহাব জানান, অশ্লীল নৃত্য আর অসাধু ব্যবসায়িক চিন্তার প্রতিফলনে সভ্য সমাজের রুচিশীল মানুষকে যাত্রামুখী করতে এবং অপসংসস্কৃতির করালগ্রাসে বিলুপ্তপ্রায় যাত্রাশিল্পকে ধ্বংসের পথ থেকে বাঁচাতেই এমন উদ্যোগ।
এ সময় ইবি থানা শিল্প উন্নয়ন পরিষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।