নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসাইন এর কুষ্টিয়া আগমনে নিসচা জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
শনিবার দুপুরে কুষ্টিয়া ক্যাফে ডি পাস্তা রেস্টুরেন্টে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নূরুন্নবী বাবু।
নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসাইন বলেন, ইদানিংকালে মটরসাইকেল দুর্ঘটনা বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে।এক বিশ্লেষণে দেখা গেছে দেশের মোট সড়ক দুর্ঘটনার প্রায় ৪০ শতাংশ মটরসাইকেল দুর্ঘটনা। এর অন্যতম কারণ হচ্ছে মটরসাইকেল বেশী চালায় আমাদের তরুণ বয়সের ছেলেমেয়েরা। এরা অনেকটা বেপরোয়া গতিতে মটরসাইকেল চালায়। গাড়িতে যখন ওঠে তখন তাদের হিতাহিত জ্ঞান থাকেনা। হেলমেট ব্যবহার করে না। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানান, স্টাডার্ড হেলমেট ছাড়া যেন কেউ গাড়ি না চালাতে পারে এবং হেলমেট ছাড়া যেন তেল বিক্রয় না করে সে দিকে নজর দিতে এবং কঠোরভাবে মনিটরিং করতে ।
তিনি কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দকে বেশকিছু সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সহ- সাধারণ সম্পাদক সাইদুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, দপ্তর সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, সদস্য রাব্বি আল আমিন,লিটনসহ আরো অনেকে।