নিজস্ব প্রতিনিধি।।
বাংলাদেশ তাঁতীলীগ কুষ্টিয়া সদর উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে। গত ২৮ জুলাই বাংলাদেশ তাঁতীলীগ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ৬১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন। সেসময় সেখানে বাংলাদেশ তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড. নিজামুল হক চুন্নু উপস্থিত ছিলেন।
কমিটিতে সভাপতি হিসাবে হাজী মো: আক্কাস আলী ও সাধারণ সম্পাদক হিসাবে মেজবাহুর রহমান লিগারকে অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অনান্যরা হলেন- সহ-সভাপতি বাবুলুর রহমান ডাবলু, মো: কাবিল উদ্দিন, আ: রশিদ, কামরুল ইসলাম, মতিয়ার রহমান, আলাউদ্দিন, মো: রুহুল আমিন (ডিউক), আল ইমরান, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, ইউনুস আলী (লালন), রাজিব কুমার সেন, ধর্ম বিষয়ক সম্পাদক মানিয়ার রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর জব্বার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, আতিয়ার রহমান ও আনোয়ার হোসেন সবুজ, দপ্তর সম্পাদক মাজিদুল আলম (পলাশ), অর্থ ও গবেষণা সম্পাদক হায়দার আলী, সমবায় ও তাঁতশিল্প উন্নয়ন সম্পাদক আবদুর রউফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হক সাহেব, সমাজকল্যান সম্পাদক চান্নু, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সাদিয়া কবির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আ: লতিফ, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আকরাম হোসেন খান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক ইসতিয়াক আহম্মেদ (জনম), উপ দপ্তর সম্পাদক মো: আলমগীর হোসেন ও শাহীন আলম। নির্বাহী সদস্য- দীন মোহাম্মদ, সুজন আলী, নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, মিন্টু রহমান, মনজিল হোসেন, সুজন বিশ্বাস, রাজিব মোল্লা, আমিন, আব্দুল জলিল, ইউনুস আলী, জাফরুল, জহুরুল ইসলাম, আ: সাত্তার শেখ, রাজ্জাক মাষ্টার, মহর আলী, খাইরুল, বাপ্পি, হাবিব, মনিরুল, দিন মোহাম্মদ, সুজন আলী, নুরুল ইসলাম, রাজু মোল্লা, ইয়ারুল, শহিদুল ইসলাম, মো: লালন ও আবু জাফর।
আগামী ৩ বছরের জন্য তাঁতীলীগ কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়।