যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া বেসামরিক নাগরিকদের টার্গেট করে এ নৃসংশ হামলা চালিয়েছে। যেখানে একটি বিশ্ববিদ্যালয় ও শিশুদের প্লে গ্রাউন্ডেও হামলা চালানো হয়েছে। এতে সামরিক কোনো উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে না। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস এ হামলার ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’।
ইউক্রেনের দাবি, ৮৩টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ৪৩ জনের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছে।
এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে ভয় দেখানো যাবে না। এটি আরো ঐক্যবদ্ধ হতে পারে।
দেশটির সংশ্লিষ্ট কর্মকতারা বলেছেন, ১৪ জন নিহত হয়েছেন এই হামলায় এবং আহত হয়েছেন আরো অনেকে।
ইউরোপীয় ইউনিয়ন বলছে একটি যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কিয়েভে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন, রাশিয়া সন্ত্রাস ও বর্বরতার পক্ষে দাঁড়িয়েছে।
হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তিনি উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ ইউক্রেনকে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জো বাইডেন বলেছেন, এটি বর্বরতা ও নৃসংশতা। প্রেসিডেন্ট পুতিনের অনৈতিক যুদ্ধ এটি।
চীন ও ভারত যুদ্ধের নিন্দা না জানালেও উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।